
সংবাদ বিজ্ঞপ্তি।।
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সন্ধ্যায় আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রঙ্গনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন করা হয়।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১ম ব্যাচের শিক্ষার্থী ও একটি বহুজাতিক কোম্পানীর বিভাগীয় হেড মো. এনামুল হক (হাসিব) সভাপতি ও ২য় ব্যাচের শিক্ষার্থী মুশফিকুল আজাদ কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে ৬ষ্ঠ ব্যাচের ফ্যাকাল্টি সদস্য ইয়াদুল ইসলাম সজল কে কো-অর্ডিনেটর ও কোষাধক্ষ্য, ১১তম ব্যাচের মো এম এইচ আকাশকে সহ-সভাপতি (যোগাযোগ এবং জনসাধারণের সম্পর্ক বিভাগ), ৫ম ব্যাচের মো সুয়াইভ আরেফিন সহ-সভাপতি (প্রোগ্রাম), ১৫তম ব্যাচের নাবিল মোহাম্মদ চৌধুরী সহ সভাপতি (মেম্বার রিলেশন), ১৪তম ব্যাচের মো: আরাফ হোসেন সহ-সভাপতি (আর এন্ড ডি), ১৮ ব্যাচের ইবরারুর রহমান চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, ৩য় ব্যাচের ওয়াসিফ আহমেদ অর্থ সম্পাদক, ৪র্থ ব্যাচের হাসিন আল রশিদ যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক, ১০ম ব্যাচের সাইফ সিকদার প্রফেক্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক, ৮ম ব্যাচের মো: জয়নাল আবেদীন আকিব আপ্যায়ন বিষয়ক সম্পাদক, ৬ষ্ঠ ব্যাচের আশরাফ ইবনে রহমান দীপ, ১৩তম ব্যাচের মো: আমজাদ হোসেন খান ও ১৬ তম ব্যাচের চৌধুরী ইমাদ উদ্দিন কে সদস্য করা হয়।
মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ এন মুস্তাফিজুল করিম এই কমিটির অনুমোদন করেন। এবং কমিটির সফলতা কামনা করেন।
কমিটির সভাপতি মো: এনামুল হক বলেন, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় পরিবার ও আবেগের জায়গা। এই এসোসিয়েশনের মাধ্যমে তারা এক ছাতার নিচে আবদ্ধ হয়ে ভবিষ্যতে তাদের সহৎ কার্যক্রম একসাথে করবে। এবং আরো বড় পরিসরে এই কমিটি গঠন করা হবে। যাতে করে এই কমিটি এইউএসটির সুনাম আরো বৃদ্ধি করে পায়।