০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা সাহেবাবাদ ডিগ্রি কলেজ; ১৫৩ জনের মধ্যে ১৩৮ জন ফেল; পাসের হার মাত্র ৯.৮০%

কবিতাঃ অভিবাসনে পোকা -দেবব্রত ঘোষ

  • তারিখ : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • 25

অভিবাসনে পোকা
দেবব্রত ঘোষ

কাজ করতে বিদেশ যেতে চাই
কিন্তু কোন কাজ যে জানা নাই
আছে দালাল, আছে প্রলোভন, অজানা অজ্ঞতা
না আছে প্রশিক্ষণ, দক্ষতা, ভাষা কিংবা অভিজ্ঞতা।।

প্ররোচণার ফাঁদে পড়ে হয়ে গেলাম রাজি
পাসপোর্ট করে দিল দালাল বেটা পাজি।

এখন পাসপোর্ট আছে, ভিসা নাই
ভিসা কিনতে জীবন যায়।
ভিসা আছে, কাজ নাই
কাজ পেতে টাকা চাই।
কাজ আছে, বেতন নাই
যদিও পাই, অনেক কম পাই।
পাছে আমার বেতন মালিক খায়।।

উচ্চ ব্যয়ে বিদেশ যেতে ধরে মনে অশান্তি
নিয়মের গলদে পাই পদে পদে ভোগান্তি।
ভিসা ট্রেডিং, ভিসা জালিয়াতি, আছে মিথ্যা আশ্বাস
নিজের লোক, আত্নীয়, বন্ধু কারে করি বিশ্বাস!

ভয় হয় ধোঁকা খাই,
তবুও গোপনে যাই,
টাকার লেনদেন করি রসিদ ছাড়াই।
কথা কাজের মিল না আছে যেথায়,
দলিলের অভাবে দালাল পালায়।

চড়া সুদে ঋণ সে যে দেয় মহাজন
টাকা নেওয়ার পাঁয়তারায় থাকে প্রিয়জন।
দিলে বেশি হয় খুশি, আসে ভালোবাসা
যখনই পড়ে কম, সম্পর্ক কোণঠাসা।।

পাচার হয় টাকা, পাচার হই আমি
সাবধান হও তবে সকল বিদেশগামি।।

error: Content is protected !!

কবিতাঃ অভিবাসনে পোকা -দেবব্রত ঘোষ

তারিখ : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

অভিবাসনে পোকা
দেবব্রত ঘোষ

কাজ করতে বিদেশ যেতে চাই
কিন্তু কোন কাজ যে জানা নাই
আছে দালাল, আছে প্রলোভন, অজানা অজ্ঞতা
না আছে প্রশিক্ষণ, দক্ষতা, ভাষা কিংবা অভিজ্ঞতা।।

প্ররোচণার ফাঁদে পড়ে হয়ে গেলাম রাজি
পাসপোর্ট করে দিল দালাল বেটা পাজি।

এখন পাসপোর্ট আছে, ভিসা নাই
ভিসা কিনতে জীবন যায়।
ভিসা আছে, কাজ নাই
কাজ পেতে টাকা চাই।
কাজ আছে, বেতন নাই
যদিও পাই, অনেক কম পাই।
পাছে আমার বেতন মালিক খায়।।

উচ্চ ব্যয়ে বিদেশ যেতে ধরে মনে অশান্তি
নিয়মের গলদে পাই পদে পদে ভোগান্তি।
ভিসা ট্রেডিং, ভিসা জালিয়াতি, আছে মিথ্যা আশ্বাস
নিজের লোক, আত্নীয়, বন্ধু কারে করি বিশ্বাস!

ভয় হয় ধোঁকা খাই,
তবুও গোপনে যাই,
টাকার লেনদেন করি রসিদ ছাড়াই।
কথা কাজের মিল না আছে যেথায়,
দলিলের অভাবে দালাল পালায়।

চড়া সুদে ঋণ সে যে দেয় মহাজন
টাকা নেওয়ার পাঁয়তারায় থাকে প্রিয়জন।
দিলে বেশি হয় খুশি, আসে ভালোবাসা
যখনই পড়ে কম, সম্পর্ক কোণঠাসা।।

পাচার হয় টাকা, পাচার হই আমি
সাবধান হও তবে সকল বিদেশগামি।।