০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের ‘পুষ্পায়ন’ কর্মসূচি কুমিল্লায় বই মেলায় অষ্টম দিনে কবিতা, আবৃত্তি ও সংগীতে প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন খালেদা জিয়ার জন্য কালিরবাজারে দোয়া ও পথ সভা; ধানের শীষ নিয়েই নির্বাচন করব- হাজী ইয়াছিন ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের জয়

কবিতাঃ অভিবাসনে পোকা -দেবব্রত ঘোষ

  • তারিখ : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • 43

অভিবাসনে পোকা
দেবব্রত ঘোষ

কাজ করতে বিদেশ যেতে চাই
কিন্তু কোন কাজ যে জানা নাই
আছে দালাল, আছে প্রলোভন, অজানা অজ্ঞতা
না আছে প্রশিক্ষণ, দক্ষতা, ভাষা কিংবা অভিজ্ঞতা।।

প্ররোচণার ফাঁদে পড়ে হয়ে গেলাম রাজি
পাসপোর্ট করে দিল দালাল বেটা পাজি।

এখন পাসপোর্ট আছে, ভিসা নাই
ভিসা কিনতে জীবন যায়।
ভিসা আছে, কাজ নাই
কাজ পেতে টাকা চাই।
কাজ আছে, বেতন নাই
যদিও পাই, অনেক কম পাই।
পাছে আমার বেতন মালিক খায়।।

উচ্চ ব্যয়ে বিদেশ যেতে ধরে মনে অশান্তি
নিয়মের গলদে পাই পদে পদে ভোগান্তি।
ভিসা ট্রেডিং, ভিসা জালিয়াতি, আছে মিথ্যা আশ্বাস
নিজের লোক, আত্নীয়, বন্ধু কারে করি বিশ্বাস!

ভয় হয় ধোঁকা খাই,
তবুও গোপনে যাই,
টাকার লেনদেন করি রসিদ ছাড়াই।
কথা কাজের মিল না আছে যেথায়,
দলিলের অভাবে দালাল পালায়।

চড়া সুদে ঋণ সে যে দেয় মহাজন
টাকা নেওয়ার পাঁয়তারায় থাকে প্রিয়জন।
দিলে বেশি হয় খুশি, আসে ভালোবাসা
যখনই পড়ে কম, সম্পর্ক কোণঠাসা।।

পাচার হয় টাকা, পাচার হই আমি
সাবধান হও তবে সকল বিদেশগামি।।

error: Content is protected !!

কবিতাঃ অভিবাসনে পোকা -দেবব্রত ঘোষ

তারিখ : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

অভিবাসনে পোকা
দেবব্রত ঘোষ

কাজ করতে বিদেশ যেতে চাই
কিন্তু কোন কাজ যে জানা নাই
আছে দালাল, আছে প্রলোভন, অজানা অজ্ঞতা
না আছে প্রশিক্ষণ, দক্ষতা, ভাষা কিংবা অভিজ্ঞতা।।

প্ররোচণার ফাঁদে পড়ে হয়ে গেলাম রাজি
পাসপোর্ট করে দিল দালাল বেটা পাজি।

এখন পাসপোর্ট আছে, ভিসা নাই
ভিসা কিনতে জীবন যায়।
ভিসা আছে, কাজ নাই
কাজ পেতে টাকা চাই।
কাজ আছে, বেতন নাই
যদিও পাই, অনেক কম পাই।
পাছে আমার বেতন মালিক খায়।।

উচ্চ ব্যয়ে বিদেশ যেতে ধরে মনে অশান্তি
নিয়মের গলদে পাই পদে পদে ভোগান্তি।
ভিসা ট্রেডিং, ভিসা জালিয়াতি, আছে মিথ্যা আশ্বাস
নিজের লোক, আত্নীয়, বন্ধু কারে করি বিশ্বাস!

ভয় হয় ধোঁকা খাই,
তবুও গোপনে যাই,
টাকার লেনদেন করি রসিদ ছাড়াই।
কথা কাজের মিল না আছে যেথায়,
দলিলের অভাবে দালাল পালায়।

চড়া সুদে ঋণ সে যে দেয় মহাজন
টাকা নেওয়ার পাঁয়তারায় থাকে প্রিয়জন।
দিলে বেশি হয় খুশি, আসে ভালোবাসা
যখনই পড়ে কম, সম্পর্ক কোণঠাসা।।

পাচার হয় টাকা, পাচার হই আমি
সাবধান হও তবে সকল বিদেশগামি।।