০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ু মিছিল কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় পরম্পরায়-এর তৃতীয় বর্ষপূর্তি পালিত বুড়িচংয়ে গ্যাস সিলিন্ডার দোকানে অভিযান; জরিমানা আদায় কুমিল্লার মেঘনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি; ১০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে জমির মাটি কাটার অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি; আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসূচি উদ্বোধন

কবিতাঃ অভিবাসনে পোকা -দেবব্রত ঘোষ

  • তারিখ : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • 60

অভিবাসনে পোকা
দেবব্রত ঘোষ

কাজ করতে বিদেশ যেতে চাই
কিন্তু কোন কাজ যে জানা নাই
আছে দালাল, আছে প্রলোভন, অজানা অজ্ঞতা
না আছে প্রশিক্ষণ, দক্ষতা, ভাষা কিংবা অভিজ্ঞতা।।

প্ররোচণার ফাঁদে পড়ে হয়ে গেলাম রাজি
পাসপোর্ট করে দিল দালাল বেটা পাজি।

এখন পাসপোর্ট আছে, ভিসা নাই
ভিসা কিনতে জীবন যায়।
ভিসা আছে, কাজ নাই
কাজ পেতে টাকা চাই।
কাজ আছে, বেতন নাই
যদিও পাই, অনেক কম পাই।
পাছে আমার বেতন মালিক খায়।।

উচ্চ ব্যয়ে বিদেশ যেতে ধরে মনে অশান্তি
নিয়মের গলদে পাই পদে পদে ভোগান্তি।
ভিসা ট্রেডিং, ভিসা জালিয়াতি, আছে মিথ্যা আশ্বাস
নিজের লোক, আত্নীয়, বন্ধু কারে করি বিশ্বাস!

ভয় হয় ধোঁকা খাই,
তবুও গোপনে যাই,
টাকার লেনদেন করি রসিদ ছাড়াই।
কথা কাজের মিল না আছে যেথায়,
দলিলের অভাবে দালাল পালায়।

চড়া সুদে ঋণ সে যে দেয় মহাজন
টাকা নেওয়ার পাঁয়তারায় থাকে প্রিয়জন।
দিলে বেশি হয় খুশি, আসে ভালোবাসা
যখনই পড়ে কম, সম্পর্ক কোণঠাসা।।

পাচার হয় টাকা, পাচার হই আমি
সাবধান হও তবে সকল বিদেশগামি।।

error: Content is protected !!

কবিতাঃ অভিবাসনে পোকা -দেবব্রত ঘোষ

তারিখ : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

অভিবাসনে পোকা
দেবব্রত ঘোষ

কাজ করতে বিদেশ যেতে চাই
কিন্তু কোন কাজ যে জানা নাই
আছে দালাল, আছে প্রলোভন, অজানা অজ্ঞতা
না আছে প্রশিক্ষণ, দক্ষতা, ভাষা কিংবা অভিজ্ঞতা।।

প্ররোচণার ফাঁদে পড়ে হয়ে গেলাম রাজি
পাসপোর্ট করে দিল দালাল বেটা পাজি।

এখন পাসপোর্ট আছে, ভিসা নাই
ভিসা কিনতে জীবন যায়।
ভিসা আছে, কাজ নাই
কাজ পেতে টাকা চাই।
কাজ আছে, বেতন নাই
যদিও পাই, অনেক কম পাই।
পাছে আমার বেতন মালিক খায়।।

উচ্চ ব্যয়ে বিদেশ যেতে ধরে মনে অশান্তি
নিয়মের গলদে পাই পদে পদে ভোগান্তি।
ভিসা ট্রেডিং, ভিসা জালিয়াতি, আছে মিথ্যা আশ্বাস
নিজের লোক, আত্নীয়, বন্ধু কারে করি বিশ্বাস!

ভয় হয় ধোঁকা খাই,
তবুও গোপনে যাই,
টাকার লেনদেন করি রসিদ ছাড়াই।
কথা কাজের মিল না আছে যেথায়,
দলিলের অভাবে দালাল পালায়।

চড়া সুদে ঋণ সে যে দেয় মহাজন
টাকা নেওয়ার পাঁয়তারায় থাকে প্রিয়জন।
দিলে বেশি হয় খুশি, আসে ভালোবাসা
যখনই পড়ে কম, সম্পর্ক কোণঠাসা।।

পাচার হয় টাকা, পাচার হই আমি
সাবধান হও তবে সকল বিদেশগামি।।