করোনায় নিভে গেলো বিএনপির উদিয়মান এক প্রদীপ

সোনিয়া আফরিন।।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিভে গেছেন বিএনপির এক উদিয়মান প্রদীপ কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক মোল্লা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

আজ রবিবার (২১ মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর করোনা বিশেষায়িত ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মরহুমের স্ত্রী নাজমা হক মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেছেন গত বুধবার তিনি করোনা আক্রান্ত হয়ে সস্ত্রীক ইমপালস হাসপাতালে ভর্তি হয়। তাঁর আবস্থার অবণতি ঘটলে তাকে আইসিওতে রাখা হয়েছিল।

মরহুম একেএম ফজলুল হক মোল্লা কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ন্ন সাধারণ সম্পাদক ও কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

তিনি ঘারমোড়া এ,কে,এম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুঞ্জুরুল হাসান মুন্সি,সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page