সোনিয়া আফরিন।।
দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহে তীব্র শীতের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড়কাঁপানো শীতে বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এরই ধারাবাহিকতায় কুমিল্লার হোমনায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সংগঠনটির নিলখী ইউনিয়ন শাখার উদ্যোগে দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. শামসুজ্জামান।
নিলখী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম নিলখী ইউনিয়ন শাখার সভাপতি মো. আল আমিন মুর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সাঈদ আলম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. গিয়াস উদ্দিন, ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য মো. তাইজুল ইসলাম, মো. ইউনুছ ও আল আমিন খাদেম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রায় দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।










