নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকচাপায় হারুনুর রশিদ (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (আজ) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হারুনুর রশিদ দীর্ঘদিন প্রবাসে কর্মরত ছিলেন। সম্প্রতি বিদেশ থেকে ফিরে তিনি স্থায়ীভাবে দেশে বসবাস শুরু করেন। প্রবাসে থাকা তার বড় ছেলে বাবার যাতায়াতের সুবিধার্থে একটি মোটরসাইকেল কিনে দেন।
রোববার সকালে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে চান্দিনা বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার সার্জেন্ট নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চালানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”










