০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে ২ নারী আটক কুমিল্লায় আবারও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: মোবাইল কোর্টে দোকানিকে জরিমানা কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ তাজুল ইসলামের ইন্তেকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থী বহিষ্কার বুড়িচংয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার কুবিতে বেগম জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত আবির-সাইফুলের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মা-ছেলেসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

কুবিতে বেগম জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • তারিখ : ০৪:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 212

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) প্রতিষ্ঠাতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান এবং সভাপতিত্ব করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আবদুল হাকিম

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, যে তার আদর্শ ও নীতি কখনো ছাড়েননি। তিনি দেশের জন্য, জনগণের জন্য এবং শিক্ষার প্রসারে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয়।”

বিশেষ বক্তব্যে, উপ উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল বলেন, “বেগম খালেদা জিয়া ব্যাক্তিগত এবং রাষ্ট্রীয় জীবন ছিল সংগ্রামের, কোনরকম ভয়ভীতি, লোভ – লালসায় তিনি আপোষ করেননি, তিনি আপোষহীন ছিলেন,  তিনি মজলুম ছিলেন, তিনি রাষ্ট্রের অভিভাবকের ভূমিকায় ছিলেন, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেম। তার নেতৃত্ব, দৃঢ়তা ও নৈতিকতা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” 

স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

error: Content is protected !!

কুবিতে বেগম জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

তারিখ : ০৪:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) প্রতিষ্ঠাতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান এবং সভাপতিত্ব করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আবদুল হাকিম

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, যে তার আদর্শ ও নীতি কখনো ছাড়েননি। তিনি দেশের জন্য, জনগণের জন্য এবং শিক্ষার প্রসারে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয়।”

বিশেষ বক্তব্যে, উপ উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল বলেন, “বেগম খালেদা জিয়া ব্যাক্তিগত এবং রাষ্ট্রীয় জীবন ছিল সংগ্রামের, কোনরকম ভয়ভীতি, লোভ – লালসায় তিনি আপোষ করেননি, তিনি আপোষহীন ছিলেন,  তিনি মজলুম ছিলেন, তিনি রাষ্ট্রের অভিভাবকের ভূমিকায় ছিলেন, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেম। তার নেতৃত্ব, দৃঢ়তা ও নৈতিকতা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” 

স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।