স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ তাজুল ইসলাম আর নেই। তথ্য অধিকার ও মানবাধিকার উন্নয়নে আজীবন অবদান রেখে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্থানীয় ও জাতীয় মিডিয়া অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুম মোঃ তাজুল ইসলাম দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক যুগান্তর, ভোরের ডাক, রূপসী বাংলা, বাংলার আলোড়ন, নিরীক্ষণ, দৈনিক শ্রমিক, দৈনিক মুক্তির লড়াই, দৈনিক ভোরের কাগজসহ অসংখ্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় উপজেলা ও জেলা প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেন।
সততা, নিষ্ঠা ও আপোষহীন সাংবাদিকতার কারণে তিনি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
কুমিল্লার বরুড়া উপজেলার সরাফতি গ্রামে জন্মগ্রহণকারী এই গুণী সাংবাদিক মানবাধিকার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। আমৃত্যু তিনি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন-এর চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর অকাল প্রয়াণে বরুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানীয় প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার বাদ যোহর মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।











