কুবির শিক্ষার্থীদের বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মোহাম্মদ রাকিব (২০) আহত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের অদূরে হাজী ভিলা সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় হতে ছেড়ে আসা শহরমুখী শিক্ষার্থী বাসটি হাজী ভিলা সংলগ্ন মোড় অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে এর সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মাইক্রোবাস চালক আহত হলে তৎক্ষনাৎ তাকে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত মাইক্রোবাস চালকের স্বজন মোহাম্মদ রানা বলেন, রাকিবকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিছু টেস্ট (নিরীক্ষা) দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের বাসে থাকা শিক্ষার্থী গল্প মাহমুদ বলেন, আমাদের বাসটি স্লো গতিতেই যাচ্ছিল। তবে বিপরীত দিক আসা মাইক্রোবাসটি কোনধরনের সংকেত না দিয়ে অতিদ্রুত রাস্তা অতিক্রম করতে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসের সাথে সংঘর্ষ ঘটে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন বলেন, ঘটনাটি আমি মাত্র শুনেছি। বাকিটা খোঁজ নিয়ে বলতে পারবো। আমাদের বাস চালক অপরাধী হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page