০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় অপহরণকারীর মোটরসাইকেল থেকে পড়ে কিশোরীর মৃত্যু

  • তারিখ : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • 36

দাউদকান্দি প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে মহাসড়কের শহীদনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী ফাহিমা (১৬) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড়কড়ই গ্রামের আমির হোসেনের মেয়ে।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ জানান, মহাসড়কের শহীদনগরে ঢাকাগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৫৮-৯৪১০) এর আরোহী ফাহিমা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে জানাযায়, ভিকটিমের দুঃসম্পর্কের চাচা কুমিল্লার চান্দিনা থানার ফতেহপুর গ্রামের আঃ মান্নানের ছেলে জাবেদ (২৪) ভিকটিম ফাহিমাকে গত ২৫ ডিসেম্বর ঢাকার কামরাংগীরচর থেকে অপহরন করে নিয়ে যায়।

২৭ ডিসেম্বর মোটরসাইকেল করে চান্দিনা যাওয়ার পথে চালক জাবেদ দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে এই দূর্ঘটনা ঘটায়। ঘাতক চালক জাবেদকে গ্রেফতার এবং দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এই বিষয়ে ভিকটিমের বাবা বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

error: Content is protected !!

কুমিল্লায় অপহরণকারীর মোটরসাইকেল থেকে পড়ে কিশোরীর মৃত্যু

তারিখ : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

দাউদকান্দি প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে মহাসড়কের শহীদনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী ফাহিমা (১৬) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড়কড়ই গ্রামের আমির হোসেনের মেয়ে।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ জানান, মহাসড়কের শহীদনগরে ঢাকাগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৫৮-৯৪১০) এর আরোহী ফাহিমা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে জানাযায়, ভিকটিমের দুঃসম্পর্কের চাচা কুমিল্লার চান্দিনা থানার ফতেহপুর গ্রামের আঃ মান্নানের ছেলে জাবেদ (২৪) ভিকটিম ফাহিমাকে গত ২৫ ডিসেম্বর ঢাকার কামরাংগীরচর থেকে অপহরন করে নিয়ে যায়।

২৭ ডিসেম্বর মোটরসাইকেল করে চান্দিনা যাওয়ার পথে চালক জাবেদ দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে এই দূর্ঘটনা ঘটায়। ঘাতক চালক জাবেদকে গ্রেফতার এবং দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এই বিষয়ে ভিকটিমের বাবা বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।