০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য -হাজী ইয়াছিন বুড়িচংয়ে কলেজ ছাত্র অপহরণের পর নির্মম নির্যাতন, পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে সোহাগ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত

কুমিল্লায় এক ওয়ার্ডে মেম্বার পদে লড়ছে এক পরিবারের ৬ জন

  • তারিখ : ১১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 25

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আটজন প্রার্থীর মধ্যে স্বজন ছয়জন। এতে সাধারণ ভোটারেরা ভোট কাকে দেবেন, এ নিয়ে সংশয়ের মধ্যে আছেন।

প্রার্থীরা হলেন বারপাড়া ইউনিয়নের জায়গীর গ্রামের আবদুল কাদির তালুকদার, তাঁর ছোট ভাইয়ের ছেলে (ভাতিজা) সাইফুল ইসলাম তালুকদার, মামাতো ভাই মাসুদ পারভেজ, ভাগনির স্বামী ফজলুর রহমান সরকার, মামা আবুল কালাম আজাদ ও নাতি সাবেক ইউপি সদস্য এলাহী মোল্লা। একই ওয়ার্ডে অপর দুই প্রার্থী হলেন বেকিসাতাপাড়া গ্রামের সাইফুল ইসলাম স্বপন ও শাহজাহান মিয়া।

জায়গীর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান তালুকদার বলেন, জায়গীর, বেকীসাতপাড়া, চণ্ডীপাশা ও চারপাড়া গ্রাম নিয়ে ৬ নম্বর ওয়ার্ড গঠিত। এখানে ভোটার সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। একই পরিবার ও স্বজনদের মধ্যে ছয়জন প্রার্থী হওয়ায় কাকে ভোট দেবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন।

চণ্ডীপাশা গ্রামের ভোটার জয়নাল আবেদীন ভূঁইয়া ও ফজলুর রহমান তালুকদার জানান, ‘ওই ছয় প্রার্থী নিয়মিত আমাদের কাছে ভোট চাচ্ছেন। আমরা কাকে ভোট কথা দেব, তা বুঝতে পারছি না।’

বেকীসাতপাড়া গ্রামের বাসিন্দা ও ভোটার চাঁন মিয়া বলেন, প্রার্থীরা যদি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে প্রার্থী কমাতেন, তাহলে ভোটারদের ভোট দিতে সুবিধা হতো।

প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!

কুমিল্লায় এক ওয়ার্ডে মেম্বার পদে লড়ছে এক পরিবারের ৬ জন

তারিখ : ১১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আটজন প্রার্থীর মধ্যে স্বজন ছয়জন। এতে সাধারণ ভোটারেরা ভোট কাকে দেবেন, এ নিয়ে সংশয়ের মধ্যে আছেন।

প্রার্থীরা হলেন বারপাড়া ইউনিয়নের জায়গীর গ্রামের আবদুল কাদির তালুকদার, তাঁর ছোট ভাইয়ের ছেলে (ভাতিজা) সাইফুল ইসলাম তালুকদার, মামাতো ভাই মাসুদ পারভেজ, ভাগনির স্বামী ফজলুর রহমান সরকার, মামা আবুল কালাম আজাদ ও নাতি সাবেক ইউপি সদস্য এলাহী মোল্লা। একই ওয়ার্ডে অপর দুই প্রার্থী হলেন বেকিসাতাপাড়া গ্রামের সাইফুল ইসলাম স্বপন ও শাহজাহান মিয়া।

জায়গীর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান তালুকদার বলেন, জায়গীর, বেকীসাতপাড়া, চণ্ডীপাশা ও চারপাড়া গ্রাম নিয়ে ৬ নম্বর ওয়ার্ড গঠিত। এখানে ভোটার সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। একই পরিবার ও স্বজনদের মধ্যে ছয়জন প্রার্থী হওয়ায় কাকে ভোট দেবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন।

চণ্ডীপাশা গ্রামের ভোটার জয়নাল আবেদীন ভূঁইয়া ও ফজলুর রহমান তালুকদার জানান, ‘ওই ছয় প্রার্থী নিয়মিত আমাদের কাছে ভোট চাচ্ছেন। আমরা কাকে ভোট কথা দেব, তা বুঝতে পারছি না।’

বেকীসাতপাড়া গ্রামের বাসিন্দা ও ভোটার চাঁন মিয়া বলেন, প্রার্থীরা যদি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে প্রার্থী কমাতেন, তাহলে ভোটারদের ভোট দিতে সুবিধা হতো।

প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।