০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • তারিখ : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • 45

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাসুদুল হক চৌধুরী, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। তিনি বলেন, “এই ধরনের মেধাবৃত্তি শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে না, বরং তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আরো দৃঢ় করে তোলে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন। তিনি বলেন, “বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের যথাযথ দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ,আব্দুল হাফিজ প্রধান শিক্ষক,কুমিল্লা জিলা স্কুল,হুমায়ুন কবির মাসুদ অধ্যক্ষ,কুমিল্লা কমার্স কলেজ,হাছান আহমেদ,চেয়ারম্যান কিশোরকন্ঠ পাঠক ফোরাম,কুমিল্লা মহানগর,নাজমুল হাসান ভাইস চেয়ারম্যান কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা মহানগর।

অনুষ্ঠানে বক্তারা মেধাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং তাদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে।

মেধাবৃত্তি পাওয়া এক শিক্ষার্থী বলেন, “এই স্বীকৃতি আমাদের কঠোর পরিশ্রমের ফল। এটি আমাদের আরও অনুপ্রাণিত করবে এবং সামনে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, ভবিষ্যতেও কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এ ধরনের উদ্যোগ নিয়ে আসবে, যা নতুন প্রজন্মকে শিক্ষার পথে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে।

error: Content is protected !!

কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

তারিখ : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাসুদুল হক চৌধুরী, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। তিনি বলেন, “এই ধরনের মেধাবৃত্তি শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে না, বরং তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আরো দৃঢ় করে তোলে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন। তিনি বলেন, “বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের যথাযথ দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ,আব্দুল হাফিজ প্রধান শিক্ষক,কুমিল্লা জিলা স্কুল,হুমায়ুন কবির মাসুদ অধ্যক্ষ,কুমিল্লা কমার্স কলেজ,হাছান আহমেদ,চেয়ারম্যান কিশোরকন্ঠ পাঠক ফোরাম,কুমিল্লা মহানগর,নাজমুল হাসান ভাইস চেয়ারম্যান কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা মহানগর।

অনুষ্ঠানে বক্তারা মেধাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং তাদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে।

মেধাবৃত্তি পাওয়া এক শিক্ষার্থী বলেন, “এই স্বীকৃতি আমাদের কঠোর পরিশ্রমের ফল। এটি আমাদের আরও অনুপ্রাণিত করবে এবং সামনে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, ভবিষ্যতেও কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এ ধরনের উদ্যোগ নিয়ে আসবে, যা নতুন প্রজন্মকে শিক্ষার পথে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে।