জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উদযাপনের প্রস্তুতি চলছে জাঁকজমকভাবে।
এই উপলক্ষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাচভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এইচএসসি-৯৭ ব্যাচের আলোচনা সভা।
সভায় উপস্থিত ছিলেন রুবি জয়ন্তী এইচএসসি-৯৭ ব্যাচ কমিটির আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা।
সভায় রুবি জয়ন্তী উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং কলেজের গৌরবময় ইতিহাস ও স্মৃতিচারণা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। বক্তারা বলেন, “এরশাদ ডিগ্রী কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বুড়িচংয়ের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত অগ্রযাত্রার প্রতীক। এই কলেজ আমাদের গর্ব, আমাদের শেকড়।”
আলোচনায় বক্তারা রুবি জয়ন্তী উদযাপনকে সফল ও স্মরণীয় করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরনো সহপাঠীদের পুনর্মিলন, শিক্ষক-শিক্ষার্থীদের সংযোগ স্থাপন এবং কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উদযাপন কমিটির আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, “৪০ বছরের ঐতিহ্য ও অর্জনকে স্মরণীয় করে রাখতে আমরা রুবি জয়ন্তীর আয়োজন করছি। আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাই মিলে অবদান রাখার সময় এসেছে। প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণেই এই আয়োজন সার্থক হবে।”
প্রসঙ্গত, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ এখন উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটির চার দশকের শিক্ষাযাত্রা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রুবি জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।











