কুমিল্লায় খামারের ঘুমন্ত কর্মচারীদের হাত-পা বেঁধে ৫ গরু নিয়ে গেল চোরেরা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় গভীর রাতে খামারে ঘুমন্ত দুই কর্মচারীর হাত-পা খাটের সঙ্গে রশি দিয়ে বেঁধে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকাল থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। পরে বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনায় খামারের মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ মার্চ গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর এলাকার এ ঘটনাটি ঘটে। খামারের মালিক হানিফ মিয়া বসন্তপুর এলাকার বাসিন্দা। তিনি একজন মাংস ব্যবসায়ী।

খামারের মালিক মো. হানিফ মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমি একজন মাংস ব্যবসায়ী। নিজের খামারে গরুগুলো রেখে বসন্তপুর বাজারে জবাই করে মাংস বিক্রি করি। রোজার আগের দিন আমার খামারের দুই কর্মচারী ইদ্রিস ও রানা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে একদল চোর খামারে প্রবেশ করে খাটে শুয়ে থাকা ইদ্রিস ও রানার হাত-পা বেঁধে ফেলে। এরপর খামারে থাকা সাতটি গরুর মধ্যে একে একে তারা পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য সাড়ে ৮ লাখ টাকা বলে উল্লেখ করেন তিনি।

ভাইরাল ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, গামছা দিয়ে মাথা বাঁধা এক চোর প্রথমে খামারটিতে প্রবেশ করে খামারের শেষ অংশ থেকে একটি গরু টেনে বের করছেন। এ সময় খামারে প্রবেশ করেন গামছা দিয়ে মুখ ঢাকা আরও দুই চোর। তারা খামারের ডান পাশের খাটের ওপর মশারির নিচ থেকে বয়োবৃদ্ধ লোক বের হতে চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখাতে থাকে। পরে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে একে একে আরও চারটি গরু নিয়ে পালিয়ে যায় চক্রটি।

এ ঘটনার পরদিন চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন খামারের মালিক হানিফ।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, খামারের মালিক মামলা করেছেন। পুলিশ তদন্ত করছে। চোরচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page