
দেবীদ্বার প্রতিনিধি।।
গভীর রাতে ঘুমন্ত মায়ের বুক থেকে নিখোঁজের ১৩ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে মিলল সন্তানের মরদেহ। শনিবার (৩১ আগস্ট) মধ্য রাতে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের (দক্ষিণপাড়া) একতার বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। রবিবার বিকেল ৩টায় বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু মেহরাব হোসেনের বয়স ১ বছর ৯ মাস।
সে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের (দক্ষিণপাড়া) একতার বাড়ির রাজমিস্ত্রি মো. মুখলেছের ছেলে। সন্তান চুরির অভিযোগে রবিবার দুপুরে দেবীদ্বার থানায় অজ্ঞাতপরিচয় একটি অভিযোগপত্র করেন মুখলেছ।
শিশু মেহরাব হোসেনের বাবা মো. মুখলেছ বলেন, ‘গত রাতে খাবার খেয়ে আমরা ঘুমাই। মেহরাব হোসেন আমার ও স্ত্রীর মাঝখানে ছিল।
হঠাৎ রাত দেড়টার দিকে আমার স্ত্রীর চিৎকারে জেগে উঠে দেখি, খাটে আমার সন্তান নেই। তখন পেছনের দরজা খোলা ছিল।’ এর পর থেকে শিশুটিকে খুজে পাওয়া যাচ্ছিল না। আজ বিকেল ৩টায় বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে শিশুটির মরদেহটি উদ্ধার করে পুলিশ।
হত্যা বিচার চেয়ে মেহেরাবের মা মোসা. রুবী আক্তার বলেন, ‘আমি আমার মানিককে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়ি। রাতে হঠাৎ জেগে দেখি, আমার সন্তান বুকে নেই।কারা আমার সন্তানকে চুরি করল?’
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সন্তান চুরির অভিযোগে মুখলেছ থানায় অভিযোগ করলে এসআই শুভর নেতৃত্বে পুলিশ পাঠাই। বিকেল ৩টায় বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে তিনি।