কুমিল্লায় নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল বৃদ্ধের লাশ

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের এক দিন পর মানসিক ভারসাম্যহীন শাহজাহান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পৌরসভা সদরের পূর্ব দৈয়ারা এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। নিহত শাহজাহান পৌরসভা সদরের পূর্ব দৈয়ারা গ্রামের বাসিন্দা।

নিহত শাহজাহানের ছেলে আবু জাফর বলেন, গত সোমবার থেকে আমার বাবা নিখোঁজ।

দীর্ঘদিন থেকে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পার্শ্ববর্তী ডোবায় আমার বাবার লাশ পানিতে ভাসছে। শিশু ও কিশোররা ডোবায় শাপলা তুলতে এসে লাশ ভাসতে দেখে চিৎকার করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

তবে আমার বাবা শাপলা ফুল তোলার খুব শখ, তিনি শাপলা ফুল তুলতে গিয়ে পানি ডুবে যায়।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সে দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page