কুমিল্লার দেবিদ্বারে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী যুবকের পরিচয় মিলেছে

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় ট্রাক চাপায় আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলা ভূঁইয়া বাড়ির আব্দুল আওয়াল ভূঁইয়ার বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেবিদ্বারগামী একটি পালসার ১৫০ সিসির নম্বরবিহীন মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি কুমিল্লাগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ মারা যান। মোটরসাইকেলের পেছনে থাকা আরেকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকটিকে আটক করেন। পরে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

নিহতের ছোট ভাই আবু বকর ভূঁইয়া জানান, “সকালে ভাই খালার বাড়ি, কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর শুনি ভাই এক্সিডেন্ট করেছে। খালার বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।”

নিহত আব্দুল্লাহর পরিবারে বইছে শোকের মাতম। পরিবারের বড় ছেলেকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আব্দুল্লাহর চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কয়েক মাসের মধ্যেই তার বিদেশ যাওয়ার কথা ছিল।

নিহতের স্ত্রী হায়াতী আক্তার বলেন, “৫ বছর আগে ভালোবেসে আমাদের বিয়ে হয়। আমাদের একমাত্র ছেলে ওমর ভূঁইয়ার বয়স চার বছর। এখন কী হবে আমাদের?”

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পাজভেজ আলী বলেন, “দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং ঘাতক ট্রাকটি জব্দ করি। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ ময়নাতদন্তের জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page