কুমিল্লায় পাচারকালে কাঠবোঝাই কভার্ড ভ্যান জব্দ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ পাচার কালে তিনটি কভার্ড ভ্যানসহ জব্দ করেছে সামাজিক বন বিভাগের একটি দল।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কভার্ড ভ্যানগুলো জব্দ করা হয়েছে বলে কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান।

তবে এসব ট্রাক চালকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বন বিভাগ।

হুমায়ুন বলেন, “বন বিভাগ ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে কভার্ড ভ্যানে এসব কাঠ পাচার করা হচ্ছিল। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবিরের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কভার্ড ভ্যানগুলোতে তল্লাশি চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে চালক ও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।”

জব্দ করা কাঠের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা জানিয়ে এ বন কর্মকর্তা বলেন, “পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এসব মূল্যবান কাঠ শুল্কবিহীন ভাবে ঢাকায় পাচারের জন্য কভার্ড ভ্যান ব্যবহার করা হয়। সাধারণত এসব কাঠ চোরাই কাঠ হিসেবে পরিচিত।”

কভার্ড ভ্যানগুলো আটক করে কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান হুমায়ুন কবির।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page