কুমিল্লায় বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় ফতেহাবাদ ইউনিয়নের খলিল গ্রামের গোমতী ব্রীজের সংলগ্ন গোমতী নদীর ভেতরে।

নিহত ট্রাক্টর চালক রোবেল মিয়া(৩৮) উপজেলার খলিলপুর গ্রামের সাম মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের বালুর টিলা থেকে বালু বোঝাই করে ভেরী বাঁধের উপর দিয়ে খলিলপুর উত্তরপাড়া নিয়ে যাওয়ার পথে, খলিলপুর গোমতী ব্রীজে উঠার আগেই মোড়ে দ্রæতগামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীর ভেতরে একটি গর্তে উল্টে পড়ে চালকের মৃত্যু হয়।

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাই, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে দেই।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page