০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

কুমিল্লায় বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

  • তারিখ : ১০:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • 36

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা ছুড়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ।

তোফায়েল বুসয়ারা গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। মুজিবুল হকের আত্মীয় হওয়ায় বিগত সময়ে তাঁর হয়ে চৌদ্দগ্রামের ঠিকাদারিসহ চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ আছে তোফায়েলের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় বাসে পেট্রল বোমা ছুড়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, তৎকালীন আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের তৎকালীন ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে।

এতে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ১৫ নম্বর আসামি করা হয় তোফায়েল হোসেনকে। এ ছাড়া কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া আরও একটি মামলার আসামি তিনি।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ জানান, মামলা পর থেকে তোফায়েল আত্মগোপনে চলে যান। গত বুধবার রাতে নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

তারিখ : ১০:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা ছুড়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ।

তোফায়েল বুসয়ারা গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। মুজিবুল হকের আত্মীয় হওয়ায় বিগত সময়ে তাঁর হয়ে চৌদ্দগ্রামের ঠিকাদারিসহ চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ আছে তোফায়েলের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় বাসে পেট্রল বোমা ছুড়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, তৎকালীন আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের তৎকালীন ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে।

এতে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ১৫ নম্বর আসামি করা হয় তোফায়েল হোসেনকে। এ ছাড়া কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া আরও একটি মামলার আসামি তিনি।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ জানান, মামলা পর থেকে তোফায়েল আত্মগোপনে চলে যান। গত বুধবার রাতে নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।