মাহফুজ নান্টু।।
প্লাস্টিকের বস্তায় করে পাচারের সময় বিলুপ্ত প্রায় ১৬ টি সুন্ধি কাছিমকে উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উদ্ধার করা কচ্ছপগুলো বনবিভাগের সহয়তায় গোমতীনদীতে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া।
পুলিশ কর্মকর্তা রাজেস বড়ুয়া বলেন, গতকাল বুধবার রাতে গোপন সংবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় চটের বস্তায় করে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় ১৬ টি কচ্ছপ উদ্ধার করি।
বাসের সুপারভাইজার জানান, ফেনী থেকে একজন লোক প্লাস্টিকের বস্তাটি তুলে দেয় গোপালগঞ্জে পাঠানোর জন্য।
কুমিল্লা বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সুন্ধি কাছিম বিলুপ্ত প্রায়। বিভিন্ন কারনে পাচারকারীরা এসব কাছিম পাচার করছে। উদ্ধারকৃত কাছিম আমরা গোমতীনদীতে অবমুক্ত করেছি।
আরো দেখুন:You cannot copy content of this page