সাংবাদিক সালাউদ্দিন আহমেদ স্মরণে কুমিল্লা প্রেস ক্লাবে শোক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
“কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম সালাহউদ্দিন আহমেদের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।”

রবিবার (১৫ জুন) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। প্রথমে সাংবাদিক সালাউদ্দিন আহমেদের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন মরহুমের ছোট ভাই দৈনিক সমাজকন্ঠ সম্পাদক ও প্রকাশক এবং কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন চাষী।

শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সহিদ উল্লাহ, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, দৈনিক আমার দেশের দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ উল্লাহ মিয়াজী, সাপ্তাহিক গোমতীর সম্পাদক মোবারক হোসেন, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি শেখ আব্দুল মান্নান, রোটারিয়ান আব্দুল হামিদ মজুমদার, বাসস এর প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, মাই টিভি প্রতিনিধি আবু মুসা, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান মোল্লা।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার ম্যাক রানা, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের
যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মইন নাসের খান রাফি, কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ইয়াসিন প্রমূখ।

শোক সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক সালাউদ্দিন আহমেদ একজন দক্ষ সংগঠক, মানবাধিকার কর্মী ও মুক্তিযোদ্ধা ছিলেন। কুমিল্লা প্রেস ক্লাবের ইতিহাসে সালাউদ্দিন আহমেদের অবদান অনস্বীকার্য। তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page