জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবি মৌসুমের বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রণোদনা কর্মসূচির আওতায় বোরোধান উফশী ৫৫০ জন, বোরোধান হাইব্রিড ৬৫০ জন, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বোরোধান উফশী ৮০০ জন ও হাইব্রিড ২০০ জন, ভুট্টা ১৫০ জন, সরিষা ১০০ জন, পেঁয়াজ ১৫ জন, বসতবাড়ির শাকসবজি ১০০ জন এবং মাঠে চাষযোগ্য হাইব্রিড সবজির মধ্যে মিষ্টিকুমড়া ৩০ জন, ব্রোকলি ২০ জন, রঙিন ফুলকপি ২৫ জন, শসা ২০ জন ও বিট ২০ জন কৃষককে পর্যায়ক্রমে বীজ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তা করতেই সরকারের এই প্রণোদনা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে-তাই কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করে যাবে।”
কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা রবি মৌসুমে উৎপাদন পুনরুদ্ধারে উৎসাহ ও সহায়তা পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।












