০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ড্যাব নেতৃবৃন্দের সভা বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

২৪ বছর জেল খেটেও ফের মাদক ব্যবসা- কুমিল্লায় ১৮ কেজি গাঁজাসহ আটক ২

  • তারিখ : ১২:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • 42

জহিরুল হক বাবু।।
২৪ বছর কারাদণ্ড ভোগ করার পর আবারও মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে ১৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে কুমিল্লার ছত্রখীল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সদস্যরা।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে পিকআপে মাদক পরিবহন হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক ও তাঁর দল আদর্শ সদর উপজেলার দুতিয়া দীঘির পার আমরাতলী মাধ্যমিক বিদ্যালয় সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় পিকআপটি থামালে তল্লাশিতে ১৮ কেজি গাঁজা উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার বৃন্দাবন পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে ইয়াকুব আলী (৩৫) ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হতাঘাটা এলাকার মৃত সাহেব আলীর ছেলে মহিউদ্দিন (৩৫)।

মহিউদ্দিন হত্যা মামলায় ২৪ বছর কারাদণ্ড ভোগ করার পর অল্প কয়েকদিন আগে কারাগার থেকে মুক্ত হন এবং অপর গ্রেফতারকৃত ইয়াকুব আলীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

কোতয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মাদকের সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানা যায়, আটককৃতরা কুমিল্লা হতে মাদক কিনে দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারিতে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন অনুযায়ী মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।

error: Content is protected !!

২৪ বছর জেল খেটেও ফের মাদক ব্যবসা- কুমিল্লায় ১৮ কেজি গাঁজাসহ আটক ২

তারিখ : ১২:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
২৪ বছর কারাদণ্ড ভোগ করার পর আবারও মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে ১৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে কুমিল্লার ছত্রখীল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সদস্যরা।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে পিকআপে মাদক পরিবহন হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক ও তাঁর দল আদর্শ সদর উপজেলার দুতিয়া দীঘির পার আমরাতলী মাধ্যমিক বিদ্যালয় সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় পিকআপটি থামালে তল্লাশিতে ১৮ কেজি গাঁজা উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার বৃন্দাবন পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে ইয়াকুব আলী (৩৫) ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হতাঘাটা এলাকার মৃত সাহেব আলীর ছেলে মহিউদ্দিন (৩৫)।

মহিউদ্দিন হত্যা মামলায় ২৪ বছর কারাদণ্ড ভোগ করার পর অল্প কয়েকদিন আগে কারাগার থেকে মুক্ত হন এবং অপর গ্রেফতারকৃত ইয়াকুব আলীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

কোতয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মাদকের সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানা যায়, আটককৃতরা কুমিল্লা হতে মাদক কিনে দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারিতে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন অনুযায়ী মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।