হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় ছয়টি পা নিয়ে একটি গরুর বাছুর জন্ম নিয়েছে। এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন।
বুধবার (৫ মার্চ) সকালে হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি এলাকার কৃষক আক্তার হোসেনের গাভি বাছুরটি প্রসব করে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে জগনাথকান্দি এলাকার কৃষক আক্তার হোসেনের পালিত গাভির প্রসব বেদনা ওঠে। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় একটি বাছুর প্রসব করে। স্বাভাবিক প্রসব হলেও ছয়টি পা নিয়ে জন্ম নেয় বাছুরটি। যা ওই এলাকায় এই প্রথম কোনো ঘটনা। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে বাছুরটি এক পলক দেখতে ছুটে আসছেন মানুষ।
ওই এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, ছয় পাওয়ালা বাছুর এই প্রথম দেখতে পেলাম। কিছুটা ভয় কাজ করলেও আল্লাহ পাক বাছুরটির ছয়টি পা দিয়েছেন এতে কোনো মানুষের হাত নেই। একটি বিরল ঘটনার সাক্ষী হলাম। ছয় পাওয়ালা গরুর বাছুর দেখে অবাক হচ্ছি।
এমন বিরল দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার মানুষ। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউবা ভিডিও করছেন। বাছুরটির মালিক আক্তার হোসেন বলেন, গাভিটি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও পেটের কাছে দুটি পা রয়েছে তার। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম নেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ছয় পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। বর্তমানে বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
হোমনা উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গরুর বাছুরের ছয় পা নিয়ে জন্ম নেওয়ার ঘটনাটি খুবই বিরল। এমন ঘটনা সচরাচর ঘটে না। তবে ছয় পা নিয়ে জন্মালেও বাছুরটির কোনো সমস্যা হবে না। আমরা উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে বাছুরটির নিয়মিত খোঁজখবর রাখব। কৃষক আক্তারকে নিয়মিত পরামর্শসহ প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।
আরো দেখুন:You cannot copy content of this page