কুমিল্লায় বেড়াতে এসে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে দুই শিশুর মৃত্যু

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে নৌকা ভ্রমণে গিয়ে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন মধ্যম আউশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলো- শাহানা আক্তার (১২) ও আরিচ (৫)। শাহানা চাঁদপুরে শাহারাস্তি উপজেলার রঘুরামপুর এলাকার হান্নান মুন্সির মেয়ে ও আরিছ হোসেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এমরান হোসেনের ছেলে।

শাহানার নানা রাশেদ ভূঁইয়া জানান, বিকালে তারাসহ কয়েকজন শিশু বন্যার পানিতে নৌকায় ভ্রমণে যায়। এক পর্যায়ে ভূঁইয়া বাড়ির বেড়িবাঁধ এলাকায় গেলে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা চার শিশু বেড়িবাঁধে উঠতে পারলেও আরিছ ও শাহানা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করেন।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) তমাস বড়ুয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page