নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় মারুতির সঙ্গে বাসের ধাক্কায় লামহা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর সরকারি মৎস্য খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু লামহা দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের প্রবাসী শাকিল আহমেদের মেয়ে। আহতরা হলেন— দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামের মরিয়ম আক্তারসহ আরও ৪ জন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে চান্দিনা স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি দরজা খোলা মারুতিকে পেছন থেকে ধাক্কা দেয় এশিয়া এয়ারকনের একটি বাস। এতে ঘটনাস্থলেই শিশু লামহা নিহত হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, মহাসড়কে ফিটনেসবিহীন প্রাইভেট যানবাহনগুলো যাত্রী পরিবহন করায় সেগুলোর সবসময় দরজা খোলা-ই থাকে। যে কারণে ওই মারুতি ও মাইক্রোবাসকে দরজাখোলা যানবাহন বলে সকলেই জানে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ওসি) দেওয়ান কৌশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরো দেখুন:You cannot copy content of this page