কুমিল্লায় মাসব্যাপী সাহরি ইফতার বিতরণ এর অনবদ্য ১৪ তম দিন

কুমিল্লা নিউজ।।
গাউছিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে জাগরণ মানবিক সংগঠন এর সহযোগিতায় দীর্ঘ ৫ বছর ধরে চলমান মাসব্যাপী সাহরি ইফতার বিতরণ এর ১৪ তম দিনে নগরীর বিভিন্ন পয়েন্ট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ভাসমান রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, সমাজসেবক, ব্যাবসায়ী ও বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিত্ব। বিশেষ করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন এর কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী আরিফ জামান৷

সহযোগিতায় ছিলেন কাজী ফাউন্ডেশন, ফাতিহা ফাউন্ডেশন, প্রবাসী মানবিক ফাউন্ডেশন । সাহরি ইফতার বিতরণ এর সমন্বয়ক জাবের হোসাইন জানান তারা ২০২০ সাল থেকে প্রতি বছর রমযান মাসে মাসব্যাপী সাহরি ইফতার বিতরণ করে আসছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে, ভাসমান পথচারীদের মাঝে।

এ ছাড়াও পুরো বছর জুড়ে ব্লাড ডোনেশন, পথশিশু কিশোর-কিশোরীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবার বিভিন্ন কার্যক্রম ও অসহায় দুস্ত মানুষের কর্মসংস্থানও ব্যাবস্থা করে দেন। দেশবাসীর কাছে এ কার্যক্রম চলমান রাখতে বিশেষ দোয়া ও সহযোগিতা কামনা করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page