কুমিল্লায় শশুর’কে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

নেকবর হোসেন।।
কুমিল্লায় বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যা করার দায়ে তাসলিমা আক্তার নামের এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫-এর বিচারক মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বেলাল হোসেন ভূঁইয়া। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের বাসিন্দা তাসলিমা আক্তারের স্বামী মো. বিলাল হোসেন চাকরির কারণে ঢাকায় থাকতেন। এ সুযোগে তাসলিমা একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর শ্বশুর মো. চান মিয়া প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১৪ সালের ১১ জুলাই গভীর রাতে ঘুমন্ত শ্বশুরের ওপর হামলা চালান তাসলিমা। তিনি ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে ও ছুরিকাঘাত করে চান মিয়াকে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর গোসল সেরে নিহতের মেয়ে বেবি আক্তারকে বিষয়টি জানান তাসলিমা। পরদিন সকালে বেবিকে সঙ্গে নিয়ে লাকসাম থানায় আত্মসমর্পণ করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বেলাল হোসেন ভূঁইয়া জানান, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page