০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা সাহেবাবাদ ডিগ্রি কলেজ; ১৫৩ জনের মধ্যে ১৩৮ জন ফেল; পাসের হার মাত্র ৯.৮০%

কুমিল্লায় সিগারেট বাকিতে না দেয়া দোকানি হত্যা; মূল আসামিকে গ্রেপ্তার

  • তারিখ : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • 45

কুমিল্লা নিউজ।।
কুমিল্লায় সিগারেট বাকিতে না দেয়া দোকানি হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নিহতের বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে মূল আসামি দুই ভাইসহ চারজনের নাম উল্লেখ করে তিতাস থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে মানিক হত্যাকাণ্ডের হোতা বাহাউদ্দিনকে তিতাস উপজেলার জগতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ‘মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাহাউদ্দিনকে আমরা জগতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালত পাঠালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।’

এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ঘটনার দিন নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘প্রতিবেশী ভূঁইয়া বাড়ির বাহাউদ্দীন আমার স্বামীর কাছে সিগারেট বাকি চায়, কিন্তু দোকানে সিগারেট না থাকায় আমার স্বামী বলেন- সিগারেট নাই। এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সঙ্গে বাগবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে পরে বাহাউদ্দীন বাড়ি চলে যায়।

‘কিছুক্ষণ পর সে (বাহাউদ্দীন) ঘর থেকে তার বাবার সামনেই দা হাতে তার আপন ভাই জালাল উদ্দীনকে সঙ্গে নিয়ে এসে আমার স্বামীকে কোপাতে আসে। শুরুতে প্রতিবেশীদের বাধার মুখে তারা ফিরে গেলেও পরে আবারও ছুরি নিয়ে এসে দোকানে ঢুকে জালাল আমার স্বামীকে জাপটে ধরে আর তার ভাই বাহাউদ্দীন গলায় ছুরি মেরে পালিয়ে যায়।’

তিনি জানান, এর আগেও তারা মানিকের কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে অনেক টাকা জমিয়েছে। আর সেই টাকা চাইতে গিয়ে কয়েকবার মারধরের শিকারও হয়েছেন তার স্বামী।

স্থানীয়রা জানান, ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় মানিককে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

error: Content is protected !!

কুমিল্লায় সিগারেট বাকিতে না দেয়া দোকানি হত্যা; মূল আসামিকে গ্রেপ্তার

তারিখ : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

কুমিল্লা নিউজ।।
কুমিল্লায় সিগারেট বাকিতে না দেয়া দোকানি হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নিহতের বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে মূল আসামি দুই ভাইসহ চারজনের নাম উল্লেখ করে তিতাস থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে মানিক হত্যাকাণ্ডের হোতা বাহাউদ্দিনকে তিতাস উপজেলার জগতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ‘মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাহাউদ্দিনকে আমরা জগতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালত পাঠালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।’

এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ঘটনার দিন নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘প্রতিবেশী ভূঁইয়া বাড়ির বাহাউদ্দীন আমার স্বামীর কাছে সিগারেট বাকি চায়, কিন্তু দোকানে সিগারেট না থাকায় আমার স্বামী বলেন- সিগারেট নাই। এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সঙ্গে বাগবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে পরে বাহাউদ্দীন বাড়ি চলে যায়।

‘কিছুক্ষণ পর সে (বাহাউদ্দীন) ঘর থেকে তার বাবার সামনেই দা হাতে তার আপন ভাই জালাল উদ্দীনকে সঙ্গে নিয়ে এসে আমার স্বামীকে কোপাতে আসে। শুরুতে প্রতিবেশীদের বাধার মুখে তারা ফিরে গেলেও পরে আবারও ছুরি নিয়ে এসে দোকানে ঢুকে জালাল আমার স্বামীকে জাপটে ধরে আর তার ভাই বাহাউদ্দীন গলায় ছুরি মেরে পালিয়ে যায়।’

তিনি জানান, এর আগেও তারা মানিকের কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে অনেক টাকা জমিয়েছে। আর সেই টাকা চাইতে গিয়ে কয়েকবার মারধরের শিকারও হয়েছেন তার স্বামী।

স্থানীয়রা জানান, ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় মানিককে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।