১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান

কুমিল্লায় সীমান্ত এলাকার জনসাধারণকে নিয়ে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

  • তারিখ : ০৩:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 40

জহিরুল হক বাবু।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ (বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি) বলেছেন, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “সীমান্তের নিরাপত্তা এবং মাদক, চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি একা সফল হতে পারবে না। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমরা এ সমস্যাগুলোর মোকাবিলা করতে পারব না।”

মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপি এলাকায় এক সভায় তিনি এসব বলেন। সভায় স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তিরা এবং বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, “আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কাজের মাধ্যমে আমরা একটি নিরাপদ সমাজ গঠন করতে পারব।”

স্থানীয়রা এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য বিজিবি কর্তৃপক্ষের এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

error: Content is protected !!

কুমিল্লায় সীমান্ত এলাকার জনসাধারণকে নিয়ে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

তারিখ : ০৩:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ (বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি) বলেছেন, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “সীমান্তের নিরাপত্তা এবং মাদক, চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি একা সফল হতে পারবে না। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমরা এ সমস্যাগুলোর মোকাবিলা করতে পারব না।”

মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপি এলাকায় এক সভায় তিনি এসব বলেন। সভায় স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তিরা এবং বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, “আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কাজের মাধ্যমে আমরা একটি নিরাপদ সমাজ গঠন করতে পারব।”

স্থানীয়রা এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য বিজিবি কর্তৃপক্ষের এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।