নাঙ্গলকোট প্রতিনিধি।।
রং নম্বরে পরিচয়। ৬ মাস পর দুজনের দেখা। প্রেমিকের কথামতো দেখা করতে ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন প্রেমিকা। এরপর মন দেওয়া-নেওয়া। পরে বিয়ের দাবি নিয়ে প্রেমিক আরিফের বাড়িতে অনশনে বসেছেন তরুণী।
ঘটনা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার। প্রেমিক আরিফ (২১) উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের আবদুস ছাত্তারের ছেলে।
তরুণী জানান, ৬ মাস আগে রং নম্বরে তাদের দুজনের পরিচয় হয়। এরপর তাদের দেখা হয়। তারপর প্রেম। আরিফের সঙ্গে তার বাড়িতে যান তিনি। কিন্তু আরিফের বাবা তাদের দুজনকে বের করে দেয়। এরপর প্রেমিক তাকে নিয়ে রেলস্টেশনে যায়। সেখানে তরুণীকে রেখে পালিয়ে যায় আরিফ। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেছেন তিনি।
তরুণী আরও জানান, স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তিনি।
বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বর্তমানে আরিফ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরিফের মা সেলিনা বেগম (৫০) জানান, তার ছেলে পলাতক। মেয়েটি যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে তাহলে স্ত্রী হিসেবে মেনে নেবেন তারা।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরো দেখুন:You cannot copy content of this page