কুমিল্লায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে যুবক; ২ঘণ্টা পর উদ্ধার

কুমিল্লা বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকার ৩৩ হাজার বোল্ট বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে পড়া এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তার নাম নাসির উদ্দীন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম।

স্থানীয়র জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় এক যুবক টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে টানা দুই ঘন্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার করা যুবকটি অপ্রকৃতস্থ। তার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। পরে তাকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিলো। ছেলেটা অপ্রকৃতস্থ। তাকে সরকারি হাসপাতালে রাখা হয়েছে। তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। তার বাড়ির ঠিকানা পেলে তার জন্য যা করার দরকার হয় করবো।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page