০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর

কুমিল্লায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৭ কিশোর

  • তারিখ : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • 58

নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ২৭ কিশোরকে পুরস্কৃত করল নুরপুর আলোর শক্তি নামের একটি সংগঠন।

গত শুক্রবার (১০ মার্চ) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে পুরো এলাকায়।

নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের সভাপতি আল আমিন পাটোয়ারি বলেন, কয়েকদিন আগে নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশন বিভিন্ন পাড়া মহল্লায় ঘোষণা দিয়েছিল ১৫ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

ওই ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু-কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামায়াতে নামাজ পড়েছে, এমন ২৯ জনের মধ্যে ৫ জনকে বাইসাইকেল, ১৪ জনকে ডিনার সেট, ১০টি জায়নামাজসহ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তিনি বলেন, শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকায় এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

error: Content is protected !!

কুমিল্লায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৭ কিশোর

তারিখ : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ২৭ কিশোরকে পুরস্কৃত করল নুরপুর আলোর শক্তি নামের একটি সংগঠন।

গত শুক্রবার (১০ মার্চ) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে পুরো এলাকায়।

নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের সভাপতি আল আমিন পাটোয়ারি বলেন, কয়েকদিন আগে নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশন বিভিন্ন পাড়া মহল্লায় ঘোষণা দিয়েছিল ১৫ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

ওই ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু-কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামায়াতে নামাজ পড়েছে, এমন ২৯ জনের মধ্যে ৫ জনকে বাইসাইকেল, ১৪ জনকে ডিনার সেট, ১০টি জায়নামাজসহ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তিনি বলেন, শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকায় এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।