কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িচাপায় সৈকত হোসেন (৩০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদেবী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার যাদবপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। মিয়ারবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসেন জানান, সৈকত মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের জগন্নাদিঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।

তিনি আরও জানান অজ্ঞাত গাড়িটিকে পুলিশ শনাক্তের চেষ্টা করছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page