০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ৪ মাজারে হামলা ও আগুন; দুই হাজার জনের বিরুদ্ধে মামলা প্রতিষ্ঠার ১৯ বছরেও হয়নি কুবির ছাত্র উপদেষ্টার দপ্তর কুবিতে ‘ডাটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক দেবিদ্বারে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ‘ক্লিনিং ক্যাম্পেইন’ উদ্বোধন চৌদ্দগ্রামে মাদরাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানী: পল্লী চিকিৎসক ইয়াছিন আটক কুমিল্লায় শ্বশুরবাড়ির সেফটি ট্যাঙ্কিতে জামাতার লাশ; স্ত্রী, দুই পুত্র ও দুই শ্যালক আটক কুমিল্লায় ধর্ম অবমাননার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার মুরাদনগরে শিক্ষার মানউন্নয়নে আভিভাবক সমাবেশ আনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দিতে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

  • তারিখ : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • 26

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ভাড়া বাসার খাট থেকে আমিনুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী মালেকা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আমিনুল ইসলাম কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের অমরপুর গ্রামের আব্দুল মান্নান মুন্সির ছেলে। মালেকা বেগম বুড়িচং উপজেলার ছাদবপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। মালেকা বেগম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

বাড়ির মালিক প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী নার্গিস বেগম বলেন, ‘ছয় মাস আগে আমিনুল ইসলাম ও মালেকা বেগম স্বামী-স্ত্রী পরিচয়ে আমাদের বিল্ডিংয়ে সাবলেটে একটি রুম ভাড়া নেয়। তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকেলে আসতো, আবার শনিবার চলে যেত। গতকাল এসে রুমে যাওয়ার পর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দরজা খোলেনি। পরে লোকজনকে জানালে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।’

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।’

error: Content is protected !!

কুমিল্লার দাউদকান্দিতে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

তারিখ : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ভাড়া বাসার খাট থেকে আমিনুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী মালেকা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আমিনুল ইসলাম কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের অমরপুর গ্রামের আব্দুল মান্নান মুন্সির ছেলে। মালেকা বেগম বুড়িচং উপজেলার ছাদবপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। মালেকা বেগম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

বাড়ির মালিক প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী নার্গিস বেগম বলেন, ‘ছয় মাস আগে আমিনুল ইসলাম ও মালেকা বেগম স্বামী-স্ত্রী পরিচয়ে আমাদের বিল্ডিংয়ে সাবলেটে একটি রুম ভাড়া নেয়। তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকেলে আসতো, আবার শনিবার চলে যেত। গতকাল এসে রুমে যাওয়ার পর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দরজা খোলেনি। পরে লোকজনকে জানালে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।’

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।’