কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে মো. ইয়াসিন আরাফাত (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। মো. ইয়াসিন আরাফাত গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ নেতা এবং স্থানীয় পেন্নাই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

আহত অবস্থায় স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে গতকাল রাতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ রহমান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা একই গ্রুপের লোক। তাঁদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page