কুমিল্লার বুড়িচংয়ে পুকুর থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের জগতপুর গ্রামে পুকুরে ডুবে পুষ্প আক্তার নামে ৬ষ্ঠ শ্রেনির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। পুষ্প আক্তার তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যায় বলে জানান স্থানীয়রা।

সে বুড়িচং সদর হরিপুর গ্রামের শিপন মিয়ার মেয়ে। পুস্প বুড়িচং রহিমা খাতুন বালিকা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী।

জানা যায় দুপুরে পুষ্প আক্তারসহ ৩ জন নানার বাড়ির পাশের পুকুরে পড়ে যায় । ২ জন পুকুর থেকে উঠতে পারলেও পুষ্প আক্তার উঠতে পারেনি। রাত ৯ টা ৩০ মিনিটে চাঁদপুর থেকে ডুবুরি এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মোঃ ইকবাল হোসেন জানান, স্থানীয়রা সারাদিন পুকুরে নেমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। ডুবুরি এসে লাশ উদ্ধার করার পর এলাকায় কান্নার রোল পড়ে যায়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার জানান, বুড়িচং জগতপুরে পুকুরে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page