কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে চাইনিজ পিস্তলসহ যুবক গ্রেফতার

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কামরুল হাসান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

১৪ অক্টোবর (সোমবার) ভোর রাতে উপজেলার সাজঘর এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি পিস্তল (চাইনিজ), ১ টি ম্যাগাজিন ও ১ টি পিস্তলের এ্যামোঃ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, পরকীয়ার সম্পর্কে কারণে গত ১৪ অক্টোবর ভোর রাতে কামরুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর গ্রামের মুন্সিবাড়িতে যান। এসময় বাড়ির লোকজন কামরুল হাসানের উপস্থিতি টের পেয়ে তাকে আটক করে।

আটকের এক পর্যায়ে কামরুল হাসান তার কোমরে থাকা পিস্তল বের করে ভয় দেখিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এলাকার লোকজন সুকৌশলে তাকে অস্ত্রসহ আটক করে যোথবাহিনীকে খবর দেয়। এ সময় যৌথ বাহিনীর একটি দল কামরুল হাসানকে আটক করে থানায় নিয়ে আসে।পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসহ বি-পাড়া থানায় হস্তান্তর করা হয়।

কামরুল হাসান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সবুজ পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রধারী যুবকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page