০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদল নেতা ইয়াকুব চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ৩ ইটভাটা বন্ধ ঘোষণা, পাঁচ লাখ টাকা জরিমানা

  • তারিখ : ০৫:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 69

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শশীদল ও মালাপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, পরিদর্শক চন্দন বিশ্বাস, নমুনা সংগ্রহকারী মোবারক হোসাইন ও উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকার মেসার্স ভূইয়া অ্যান্ড সন্স ব্রিকসকে দুই লাখ, একই ইউনিয়নের মল্লিকাদীঘি এলাকার মেসার্স মল্লিকা ব্রিকসকে দুই লাখ ও মালাপাড়া ইউনিয়নের রামনগর এলাকার মেসার্স আরএনএস ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদনকরণ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় এসব দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ বন্ধ ঘোষণা করা হয়।

error: Content is protected !!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ৩ ইটভাটা বন্ধ ঘোষণা, পাঁচ লাখ টাকা জরিমানা

তারিখ : ০৫:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শশীদল ও মালাপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, পরিদর্শক চন্দন বিশ্বাস, নমুনা সংগ্রহকারী মোবারক হোসাইন ও উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকার মেসার্স ভূইয়া অ্যান্ড সন্স ব্রিকসকে দুই লাখ, একই ইউনিয়নের মল্লিকাদীঘি এলাকার মেসার্স মল্লিকা ব্রিকসকে দুই লাখ ও মালাপাড়া ইউনিয়নের রামনগর এলাকার মেসার্স আরএনএস ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদনকরণ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় এসব দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ বন্ধ ঘোষণা করা হয়।