০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, খুশি পরিবার

  • তারিখ : ১০:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 181

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একসঙ্গে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনিয়া নামের এক গৃহবধূ।

রোববার ( ১২ অক্টোবর ) সকালে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ন হয়। তিন নবজাতক ও প্রসূতি মা সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।

সোনিয়া ( ২৬ ) উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা তালুকপাড়া এলাকার সৌদিআরব প্রবাসী ফয়সালের স্ত্রী। ফয়সাল ও সোনিয়া দম্পতির এরাই প্রথম সন্তান। সৃষ্টিকর্তার কাছ থেকে একসঙ্গে তিন সন্তান উপহার পেয়ে খুশি গৃহবধূর পরিবার।

হাসপাতালের গাইনি চিকিৎসক আয়েশা খাতুন বলেন, সন্তান চেয়ে ফয়সাল-সোনিয়া দম্পতি দুই বছর বিভিন্ন জায়গায় চেষ্টা করে কোনো ফলাফল না পেয়ে আমার শরণাপন্ন হন। তারপর থেকে সোনিয়া আমাদের ফলোআপে ছিলেন। আজ রোববার সকালে প্রসূতি সোনিয়া আমাদের হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে এসে ভর্তি হন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়। এখন মা ও তাঁর সন্তানেরা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।

শিশু চিকিৎসক ডা. এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, জন্মের পর আমি শিশুদের দেখেছি। আলহামদুলিল্লাহ তিনটি শিশুই ভালো আছে এবং সোনিয়া আক্তারও ভালো আছেন। আমরা তাদের হাসপাতালে ভর্তি রেখেছি। আশা করছি তিন-চার দিনের মধ্যেই তারা বাড়ি যেতে পারবেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে প্রসব ব্যথা নিয়ে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটালে নিয়ে আসেন স্বজনরা। সেখানে পরীক্ষানিরীক্ষা শেষে সন্তানদের ঝুঁকির কথা ভেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গাইনি সার্জন আয়শা খাতুন ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন। এ সময় গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন।

একসঙ্গে কোলজুড়ে তিন সন্তান উপহার পেয়ে খুশি গৃহবধূর পরিবার। তারা গৃহবধূ ও নবজাতকদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

error: Content is protected !!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, খুশি পরিবার

তারিখ : ১০:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একসঙ্গে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনিয়া নামের এক গৃহবধূ।

রোববার ( ১২ অক্টোবর ) সকালে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ন হয়। তিন নবজাতক ও প্রসূতি মা সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।

সোনিয়া ( ২৬ ) উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা তালুকপাড়া এলাকার সৌদিআরব প্রবাসী ফয়সালের স্ত্রী। ফয়সাল ও সোনিয়া দম্পতির এরাই প্রথম সন্তান। সৃষ্টিকর্তার কাছ থেকে একসঙ্গে তিন সন্তান উপহার পেয়ে খুশি গৃহবধূর পরিবার।

হাসপাতালের গাইনি চিকিৎসক আয়েশা খাতুন বলেন, সন্তান চেয়ে ফয়সাল-সোনিয়া দম্পতি দুই বছর বিভিন্ন জায়গায় চেষ্টা করে কোনো ফলাফল না পেয়ে আমার শরণাপন্ন হন। তারপর থেকে সোনিয়া আমাদের ফলোআপে ছিলেন। আজ রোববার সকালে প্রসূতি সোনিয়া আমাদের হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে এসে ভর্তি হন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়। এখন মা ও তাঁর সন্তানেরা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।

শিশু চিকিৎসক ডা. এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, জন্মের পর আমি শিশুদের দেখেছি। আলহামদুলিল্লাহ তিনটি শিশুই ভালো আছে এবং সোনিয়া আক্তারও ভালো আছেন। আমরা তাদের হাসপাতালে ভর্তি রেখেছি। আশা করছি তিন-চার দিনের মধ্যেই তারা বাড়ি যেতে পারবেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে প্রসব ব্যথা নিয়ে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটালে নিয়ে আসেন স্বজনরা। সেখানে পরীক্ষানিরীক্ষা শেষে সন্তানদের ঝুঁকির কথা ভেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গাইনি সার্জন আয়শা খাতুন ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন। এ সময় গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন।

একসঙ্গে কোলজুড়ে তিন সন্তান উপহার পেয়ে খুশি গৃহবধূর পরিবার। তারা গৃহবধূ ও নবজাতকদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।