০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

কুমিল্লার সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ২ নারী আটক

  • তারিখ : ০৫:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • 24

জহিরুল হক বাবু।।
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করলেও শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটক দুই জন হলেন- বুড়িচং উপজেলার ভারেল্লা গাঁরোচ গ্রামের স্বপনের ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (৩৩) ও একই এলাকার শফিক আলমের স্ত্রী সুলতানা আক্তার (২০)। তারা কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় (ঝাউতলা) এলাকায় থাকতেন।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা জানান, ভারতীয় মানব চোরাকারবারি চক্রের সদস্য সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের আব্দুল জলিল (৩০) ও নাছির মিয়ার মাধ্যমে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করেন।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সন্ধ্যায় সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল তাদের আটক করে। সীমান্ত পিলার ২০৭৮/৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর এলাকায় তাদের আটক করা হয়।

অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার আদর্শ সদর থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

error: Content is protected !!

কুমিল্লার সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ২ নারী আটক

তারিখ : ০৫:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

জহিরুল হক বাবু।।
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করলেও শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটক দুই জন হলেন- বুড়িচং উপজেলার ভারেল্লা গাঁরোচ গ্রামের স্বপনের ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (৩৩) ও একই এলাকার শফিক আলমের স্ত্রী সুলতানা আক্তার (২০)। তারা কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় (ঝাউতলা) এলাকায় থাকতেন।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা জানান, ভারতীয় মানব চোরাকারবারি চক্রের সদস্য সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের আব্দুল জলিল (৩০) ও নাছির মিয়ার মাধ্যমে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করেন।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সন্ধ্যায় সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল তাদের আটক করে। সীমান্ত পিলার ২০৭৮/৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর এলাকায় তাদের আটক করা হয়।

অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার আদর্শ সদর থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।