০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় দোয়া ও ফিতা কেটে ‘ইউনিটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর অফিস উদ্বোধন বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় সেমিনার আলোচনাসভা ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে কুমিল্লায় জাতীয় সমবায় দিবস উদযাপন কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলঃ ১৩ নেতাকর্মী গ্রেফতার বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্তে তুলে ধরে আজকের জীবন; প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

কুমিল্লার সুয়াগাজী বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • তারিখ : ১১:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • 85

নেকবর হোসেন।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (২০ মার্চ) মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে মহাসড়কের পাশের কাঁচা বাজার, চায়ের দোকান, খাদ্যের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানান, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে কুমিল্লার সুয়াগাজী বাজারের সরকারি জায়গা দখল করে শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওইসব স্থাপনায় দোকানপ্রতি ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা জামানত নিয়ে মাসিক ২ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করে আসছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন,অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হলেও দখলকারীরা কর্ণপাত করেনি,তাই বাজারের বেশকিছু দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । পরবর্তীতে ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন,সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। জনগণ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে এবং সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে জন্য এই অভিযান চালানো হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার সুয়াগাজী বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

তারিখ : ১১:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (২০ মার্চ) মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে মহাসড়কের পাশের কাঁচা বাজার, চায়ের দোকান, খাদ্যের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানান, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে কুমিল্লার সুয়াগাজী বাজারের সরকারি জায়গা দখল করে শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওইসব স্থাপনায় দোকানপ্রতি ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা জামানত নিয়ে মাসিক ২ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করে আসছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন,অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হলেও দখলকারীরা কর্ণপাত করেনি,তাই বাজারের বেশকিছু দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । পরবর্তীতে ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন,সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। জনগণ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে এবং সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে জন্য এই অভিযান চালানো হয়েছে।