কুমিল্লার হোমনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।

রবিবার (২২ জুন) দুপুরে সিনাইয়া-মেঘনা রোডের ভৈরব উচ্চ বিদ্যালয়ের পাশে চেকপোস্ট বসিয়ে ডিউটিকালে একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে সন্দেহভাজন দু’জনকে আটক করে পুলিশ।

এসময় গাড়ীতে থাকা ৩টি প্যাকেটে ৯ কেজি গাঁজা পাওয়া যায় ও গাড়ীটি জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ গোলাম সারোয়ার সিয়াম(৩০) ও মোঃ রুমেল ইসলামকে (২৩)গ্রেপ্তার করে পুলিশ৷

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাপাসিয়া গ্রামের (ব্র্যাক স্কুলের পাশের) মৃত গোলাম রাব্বানির ছেলে মোঃ গোলাম সারোয়ার সিয়াম(৩০) ও ঢাকা বাসাবোর সবুজবাগ-৭৪ এলাকার আবু তাহেরের ছেলে মোঃ রুমেল ইসলাম (২৩)৷ বর্তমানে উভয়েই ঢাকা গোড়ানের টি.এস.ও এলাকায় থাকেন।

মাদকসহ দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার অফিসার ইনচার্জ(ওসি)নাজমুল হুদা৷

পুলিশ জানায়,দুপুরে সিনাইয়া-মেঘনা রোডের ভৈরব উচ্চ বিদ্যালয়ের পাশে চেকপোস্ট বসিয়ে ডিউটিকালে একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়।এসময় টয়োটা কোম্পানীর সাদা রংয়ের প্রাইভেটকার তল্লাশীকালে পিছনের সিটের নিচে বক্স করে সু-কৌশলে লোকানো অবস্থায় থাকা খাকি স্কচটেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ০৩ (তিন) প্যাকেট গাঁজা যাহার প্রতিটি প্যাকেটে ০৩ কেজি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷এ ব্যাপারে হোমনা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়৷

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজমুল হুদা জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে সোমবার(২৩ জুন)সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে৷

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page