০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার

কুমিল্লায় একদিনে করোনা ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

  • তারিখ : ১০:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • 86

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। অপর দিকে জেলার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় ডেঙ্গুতে মারা গেছে পাঁচজন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তি বুড়িচং উপজেলার কালকচুয়া এলাকার ৯৫ বছর বয়সের রেহান আলী। তিনি কুমিল্লার নগ‌রীর মর্ডাণ হাসপাতা‌লে মারা যায়।

আর ডেঙ্গুতে মৃত ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন একজন এবং মৃত্যুবরণ করেছেন একজন। চলতি মাসে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ। করোনা ভাইরাস শনাক্তের এসব পরীক্ষা জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো হয়। সরকারিভাবে জেলাটিতে এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি বলে জানা গেছে।

এদিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। সরকারি তথ্যমতে, চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচ গুণেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন। এর মধ্যে মারা গেছে একজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছে পাঁচজন। তার মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘আজ রোববারে করোনা আক্রান্ত হয়ে একজন ও ডেঙ্গুতে একজন মারা গেছে। আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

error: Content is protected !!

কুমিল্লায় একদিনে করোনা ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

তারিখ : ১০:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। অপর দিকে জেলার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় ডেঙ্গুতে মারা গেছে পাঁচজন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তি বুড়িচং উপজেলার কালকচুয়া এলাকার ৯৫ বছর বয়সের রেহান আলী। তিনি কুমিল্লার নগ‌রীর মর্ডাণ হাসপাতা‌লে মারা যায়।

আর ডেঙ্গুতে মৃত ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন একজন এবং মৃত্যুবরণ করেছেন একজন। চলতি মাসে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ। করোনা ভাইরাস শনাক্তের এসব পরীক্ষা জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো হয়। সরকারিভাবে জেলাটিতে এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি বলে জানা গেছে।

এদিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। সরকারি তথ্যমতে, চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচ গুণেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন। এর মধ্যে মারা গেছে একজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছে পাঁচজন। তার মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘আজ রোববারে করোনা আক্রান্ত হয়ে একজন ও ডেঙ্গুতে একজন মারা গেছে। আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’