কুমিল্লার হোমনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় মো. নাজির হোসেন (৩৪) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ঢাকার খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।

হোমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা জানান, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি নাজিরের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়। ওই মামলায় ২০২২ সালের ২৮ জুলাই তাঁকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন জেলা আদালত। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন।

এসআই মো. মাসুদ রানা আরও বলেন, ‘তাঁকে গ্রেপ্তার করতে তিন মাস ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। গতকাল রাতে ঢাকার খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page