কুমিল্লার ৪ লাখ শিক্ষার্থী পেয়েছে ভ্যাক্সিন; ওমিক্রন রোধে প্রস্তুত জেলা স্বাস্থ্য বিভাগ

মাহফুজ নান্টু, কুমিল্লা।।
ওমিক্রন রোধে প্রস্তুত কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক নার্স ও পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন। এসময় উপস্তিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ সাইদুল আলম।

সভায় আরো জানানো হয়, কুমিল্লা জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থী পাঁচ লাখ ত্রিশ হাজার ৮৩৮ জন। যার মাঝে টিকা পেয়েছেন চার লাখ ছয় হাজার ২২ জন। যা মোট শিক্ষার্থীর ৭৬. ৫ শতাংশ।

এসময় সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন জানান, কুমিল্লা জেলার মোট জনসংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ১৫৩জন। টিকার আবেদন করেছে ২৬ লাখ ৪৪ হাজার ১১২ জন। যা মোট জনসংখ্যার ৪১.৫ শতাংশ। প্রথম ডোজ নিয়েছেন ২৮ লাখ ৭২ হাজার ৯৩৬ জন। যা মোট জনসংখ্যার ৪৫. ১ শতাংশ। এছাড়াও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ১৯ লাখ ১৩ হাজার ৫০২ জন।

উল্লেখ্য, এই পর্যন্ত কুমিল্লায় দুই লাখ সাত হাজার ৬৫৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ১৭৮ জন। এবং এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫৬ জনের।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page