নেকবর হোসেন।।
কুমিল্লায় ঈদের তৃতীয় দিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ০৬জনের মৃত্যু হয়েছে। এ সময ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৩ জুলাই বিকেল থেকে ২৪ জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৩জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৬১ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আর্দশ সদরে ৫, সদর দক্ষিণে ৬, বুড়িচংয়ে ৩৪, চান্দিনায় ১০, চৌদ্দগ্রামে ৯, দেবিদ্বারে ১৯, লাকসামে ৩, নাঙ্গলকোটে ২, বরুড়ায় ১৯, দাউদকান্দিতে ২,লালমাইয়ে ৫, হোমনায় ৫৫, মুরাদনগরের ৩, মনোহরগন্জ ৪, তিতাস ২৬, শনাক্ত হয়েছেন।
মৃতদের মধ্যে কুমিল্লা সিটিতে ২, চান্দিনায় ১ জন,মনোহরগন্জ ১ জন,লালমাইয়ে ১ জন ও মুরাদনগরের ১ জন।
জেলায় এখন পর্যন্ত ২৩হাজার ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৭জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৭জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৪হাজার ১৯২।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদি এ মুহুর্তেও মানুষের মাঝে সচেতনতা না বাড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
আরো দেখুন:You cannot copy content of this page