কুমিল্লায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান

আমিনুল হক।।
করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতি রোধ করতে বাংলাদেশ সরকার নিয়েছেন ১৯টি নির্দেশনা। তারই পরিপ্রেক্ষিতে কুমিল্লায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বা অর্থদন্ড ও কারাদণ্ড কর্মসূচি। সরকারের নির্দেশ মোতাবেক নিদিষ্ট সময়ে স্কুল, কলেজ, কোচিং, ট্রেনিং সেন্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য চলছে কঠোর আইনের প্রয়োগ।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে মোবাইল কোর্টের ৩টি টিম বের হয়। তারা কুমিল্লা সিটির পুলিশ লাইন চৌমুহনী, রাণীরদিঘির পাড়, তালপুকুর পাড় সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সরকারের বিধি নিষেধ অমান্য কারিদের করা হয়েছে বিভিন্ন ধারা মোতাবেক জরিমানা বা অর্থদন্ড। এমনকি তাদের দেওয়া হয়েছে মুচলেকা। যাতে তারা ২য় বার তাদের প্রতিষ্ঠান নিদিষ্ট সময়ের আগ পর্যন্ত খুলতে না পারে।

মোবাইল কোর্টে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাইদ (কুমিল্লা জেলা) সহ একাধিক ম্যাজিস্ট্রেট, শ্যামল বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আমিনুল হক সহ বিভিন্ন প্রিন্টং ও অনলাইন পএিকার সাংবাদিকরা এবং পুলিশ বাহিনী।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

You cannot copy content of this page