০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর

কুমিল্লায় কলাগাছের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা

  • তারিখ : ০১:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • 190

মাহফুজ নান্টু।।
স্কুল বন্ধ রাতে কলা গাছ সংগ্রহ করে বাড়ীর পাশে শুরু হলো শহীদ মিনার বানানো। । কাগজে মোড়ানো হলো কলাগাছ। পাড়ার সব শিশু এক হয়ে রাতের মধ্যে বানানো শেষ করলো শহীদ মিনার। বড়দের থেকে কিছু টাকা নিয়ে শহীদ মিনারের চারপাশে রঙ্গীন কাগজ দিয়ে বেড়া তৈরী করা হলো।
কাঠাল গাছের ডালা কেটে এনে তাতে টাঙ্গিয়ে দিলো অ আ ই ঈ ক খ গ ঘ।

ক্লান্ত শরীর নিয়ে মাঝ রাতে সবাই ঘুমাতে গেলো। ভোরে ঘুমতে উঠেই শুরু করলো ফুল সংগ্রহ।

বেলা সাড়ে ৯ টা পর্যন্ত চললো ফুল সংগ্রহ। এবার শ্রদ্ধা জানানোর পালা। একে একে হাতে করে কেউ আনলো কুমড়ো ফুল, কেউবা আনলো কলমি ফুল। পথে কুড়িয়ে আনা লাল শিমুল ফুলও আনলো। দলবেঁধে শিশুরা তাদের হাতে বানানো কলাগাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো।

কলাগাছ দিয়ে শহীদ মিনার বানানো ও তাতে শ্রদ্ধা জানানোর এমন ঘটনা কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া গ্রামে। এ গ্রামের সর্দার বাড়ীর স্কুল পড়ুয়া সিফাত, জাহিন ও সিফাতের নেতৃত্বে অন্তত কুড়িজন শিশু শহীদ মিনার তৈরী করে।

রিফাত স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেনীতে পড়ে। রিফাত জানায়, রাতে পাড়ার একটি বাড়ী থেকে কলাগাছ সংগ্রহ করেন। পরে বাড়ীর পাশে খোলা জায়গায় শহীদ মিনার বানায়।

পঞ্চম শ্রেনীর জিহান জানায় এবার স্কুলে যাইতে না করছে।স্কুল বন্ধ। আমডা হগ্গলে মিল্লা শহীদ মিনার বানাইছি।

বানাশুয়া সর্দার বাড়ী কর্তা রফিকুল ইসলাম বলেন রাতে উনার নাতী ভাতিজারা মিলে শহীদ মিনার বানাতে চাইছে। সকালে তারা শহীদ মিনারে কুমড়া ফুল, তুলা ফুল দিছে।

error: Content is protected !!

কুমিল্লায় কলাগাছের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা

তারিখ : ০১:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

মাহফুজ নান্টু।।
স্কুল বন্ধ রাতে কলা গাছ সংগ্রহ করে বাড়ীর পাশে শুরু হলো শহীদ মিনার বানানো। । কাগজে মোড়ানো হলো কলাগাছ। পাড়ার সব শিশু এক হয়ে রাতের মধ্যে বানানো শেষ করলো শহীদ মিনার। বড়দের থেকে কিছু টাকা নিয়ে শহীদ মিনারের চারপাশে রঙ্গীন কাগজ দিয়ে বেড়া তৈরী করা হলো।
কাঠাল গাছের ডালা কেটে এনে তাতে টাঙ্গিয়ে দিলো অ আ ই ঈ ক খ গ ঘ।

ক্লান্ত শরীর নিয়ে মাঝ রাতে সবাই ঘুমাতে গেলো। ভোরে ঘুমতে উঠেই শুরু করলো ফুল সংগ্রহ।

বেলা সাড়ে ৯ টা পর্যন্ত চললো ফুল সংগ্রহ। এবার শ্রদ্ধা জানানোর পালা। একে একে হাতে করে কেউ আনলো কুমড়ো ফুল, কেউবা আনলো কলমি ফুল। পথে কুড়িয়ে আনা লাল শিমুল ফুলও আনলো। দলবেঁধে শিশুরা তাদের হাতে বানানো কলাগাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো।

কলাগাছ দিয়ে শহীদ মিনার বানানো ও তাতে শ্রদ্ধা জানানোর এমন ঘটনা কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া গ্রামে। এ গ্রামের সর্দার বাড়ীর স্কুল পড়ুয়া সিফাত, জাহিন ও সিফাতের নেতৃত্বে অন্তত কুড়িজন শিশু শহীদ মিনার তৈরী করে।

রিফাত স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেনীতে পড়ে। রিফাত জানায়, রাতে পাড়ার একটি বাড়ী থেকে কলাগাছ সংগ্রহ করেন। পরে বাড়ীর পাশে খোলা জায়গায় শহীদ মিনার বানায়।

পঞ্চম শ্রেনীর জিহান জানায় এবার স্কুলে যাইতে না করছে।স্কুল বন্ধ। আমডা হগ্গলে মিল্লা শহীদ মিনার বানাইছি।

বানাশুয়া সর্দার বাড়ী কর্তা রফিকুল ইসলাম বলেন রাতে উনার নাতী ভাতিজারা মিলে শহীদ মিনার বানাতে চাইছে। সকালে তারা শহীদ মিনারে কুমড়া ফুল, তুলা ফুল দিছে।