কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের দুই আসামী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের মামলার এজাহার নামীয় আসামী ২ নম্বর আসামী সোহেল ওরফে জেল সোহেল (২৮) ও ১০ নম্বর আসামী সায়মন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক পরিমল দাস জানান, কুমিল্লার পাথুরিয়াপাড়ায় প্রকাশ্যে গুলি করে প্যানেল মেয়র সৈয়দ মোঃ সোহেল ও ১৭নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলায় এজহার নামীয় দুই আসামীকে সোমবার রাতে আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রীজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গ্রেফতার কৃত সোহেল ওরফে জেল সোহেল নবগ্রাম এলাকার শাহ আলমের ছেলে ও সায়মন একই এলাকার মৃত সামসুল হকের ছেলে।

আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে খুন করা হয়। এ সময় আরো ৪ জন গুলিবিদ্ধ হয়।

জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত ৯ আসামীকে আটক করেছে পুলিশ। এছাড়া পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মূল আসামী শাহ আলমসহ তিন জন নিহত হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page